কৃষ্ণচূড়ার ছায়াতলে বসো বসন্ত
একটু জিড়িয়ে নি
আকাশের উন্মুক্ততা আমাতে
রঙের ছোঁয়া জোগায়
বাতাসে আজ মাতাল যৌবন
ফাগের প্রথম পরশ,
আমি শান্তিনিকেতনের প্রভাতফেরীতে
একাত্ম হই ছাতিম তলায়
ঋতুর ছোঁয়ায় আমি রঙ্গিন
খোলা আকাশের চিত্রপট ।
রামধনুর সাত রঙ মেশে
কোকিলের অক্লান্ত কূজনে
বসন্ত, নীল আমার একলা থাকার রঙ
লাল, ভোরের নতুন সূর্,
হলুদ, শৈশবের বিকালে খুঁজে ফেরা
রূপকথার প্রাণ-পাখি,
সবুজ, আমার হারানো শৈশব।
বসন্ত, ফাগুণ তো প্রথম হিল্লোল
শীতের রুক্ষ্মতার পর প্রথম উষ্ণত্,
আবির মাখা ফুলেল হাওয়া
ব্রজের কৃষ্ণের মোহন বাঁশি
দীর্ঘ বিরহী সীতার ব্যাকুলতা।
ফাগুণ তো এক রঙ্গিন সুবাস,
তোমার আমার মনের সমাগম
সমাজের সাদা কালোর অন্তরালে
হঠাৎ, আপন ভোলা গোলা রঙ..
তাই, বাতাস যখন আনমনা হয়
আকাশ যখন হাসে
খুশির আবেশে হ্রদয়ে তোমার
পাগলা হাওয়া আসে
তুমি তোমার আপন ছন্দে
হিয়ার মাঝে দোলো
রঙের ছোঁয়ায়, আবির আমায়
আরও রঙ্গিন করে তোল।


