Friday, 1 July 2011

বসন্ত, আজ তোমার ফাগে

কৃষ্ণচূড়ার ছায়াতলে বসো বসন্ত
একটু জিড়িয়ে নি
আকাশের উন্মুক্ততা আমাতে
রঙের ছোঁয়া জোগায়
বাতাসে আজ মাতাল যৌবন
ফাগের প্রথম পরশ,
আমি শান্তিনিকেতনের প্রভাতফেরীতে
একাত্ম হই ছাতিম তলায়
ঋতুর ছোঁয়ায় আমি রঙ্গিন
খোলা আকাশের চিত্রপট ।
রামধনুর সাত রঙ মেশে
কোকিলের অক্লান্ত কূজনে
বসন্ত, নীল আমার একলা থাকার রঙ
     লাল, ভোরের নতুন সূর্,
     হলুদ, শৈশবের বিকালে খুঁজে ফেরা
     রূপকথার প্রাণ-পাখি,
     সবুজ, আমার হারানো শৈশব।

বসন্ত, ফাগুণ তো প্রথম হিল্লোল


     শীতের রুক্ষ্মতার পর প্রথম উষ্ণত্‌,
     আবির মাখা ফুলেল হাওয়া
     ব্রজের কৃষ্ণের মোহন বাঁশি
     দীর্ঘ বিরহী সীতার ব্যাকুলতা।
     ফাগুণ তো এক রঙ্গিন সুবাস,
     তোমার আমার মনের সমাগম
     সমাজের সাদা কালোর অন্তরালে
     হঠাৎ, আপন ভোলা গোলা রঙ..

তাই,  বাতাস যখন আনমনা হয়
     আকাশ যখন হাসে
     খুশির আবেশে হ্রদয়ে তোমার
     পাগলা হাওয়া আসে
     তুমি তোমার আপন ছন্দে
     হিয়ার মাঝে দোলো
     রঙের ছোঁয়ায়, আবির আমায়
     আরও রঙ্গিন করে তোল।


স্বর্গ থেকে একদিন দেবদূত নেমে এল,
পথের মাঝে তার দু'হাত প্রসারিত
নতুন স্বপ্নের অঙ্গীকার তার দু'চোখে..
দেওয়া নেওয়ার খাতা দূরে ফেলে দিয়ে
কাগুজে খবরের বর্বরতাকে ছিঁড়ে
তেপান্তরের মাঠে নতুন গান বেঁধেছে সে।

আকাশটা সেদিন বড় বেশী নীল লাগছিল
মিঠে বাতাস পুরানো বসন্তকে দোলা দিল,
ভুলে গিয়েছিলাম বর্তমানের কোলাহল
লেখার জন্য খাতা কলমটা নিতেই
ছিন্‌তাই করে নিল আমার স্বপ্নকে............

Thursday, 30 June 2011

jani asbi na


jani asbi na, asbi na jani
kobitar likhe deoa  vule
jani asbi na fire r tui
purano  sei  janala khule

nil ghuri chuye a6e nil akas,
swapner sure badha ektara
jolsay vir kora surgulo
ojanar khoje aj ghor 6ara...

jani ami tui tobu asbina,
rong chora kalponar haat dhore
swapner sada kalo dag gulo 6uye thake
ar thake lal bati chup kore

jani r evabe fera jay na to
nil khame mora valobasa,
bondho janalr pase tobu opekhya,
opekhya, morichikar fire asa.

nil ghuri ure ge6e bohu dur
janalar ghulghuli khulbe na
chupisar paliye6e soisob
jani r se kakhono firbe na.