স্বর্গ থেকে একদিন দেবদূত নেমে এল,
পথের মাঝে তার দু'হাত প্রসারিত
নতুন স্বপ্নের অঙ্গীকার তার দু'চোখে..
দেওয়া নেওয়ার খাতা দূরে ফেলে দিয়ে
কাগুজে খবরের বর্বরতাকে ছিঁড়ে
তেপান্তরের মাঠে নতুন গান বেঁধেছে সে।
আকাশটা সেদিন বড় বেশী নীল লাগছিল
মিঠে বাতাস পুরানো বসন্তকে দোলা দিল,
ভুলে গিয়েছিলাম বর্তমানের কোলাহল
লেখার জন্য খাতা কলমটা নিতেই
ছিন্তাই করে নিল আমার স্বপ্নকে............
পথের মাঝে তার দু'হাত প্রসারিত
নতুন স্বপ্নের অঙ্গীকার তার দু'চোখে..
দেওয়া নেওয়ার খাতা দূরে ফেলে দিয়ে
কাগুজে খবরের বর্বরতাকে ছিঁড়ে
তেপান্তরের মাঠে নতুন গান বেঁধেছে সে।
আকাশটা সেদিন বড় বেশী নীল লাগছিল
মিঠে বাতাস পুরানো বসন্তকে দোলা দিল,
ভুলে গিয়েছিলাম বর্তমানের কোলাহল
লেখার জন্য খাতা কলমটা নিতেই
ছিন্তাই করে নিল আমার স্বপ্নকে............
No comments:
Post a Comment